বার্তা পরিবেশক •
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে সন্ত্রাসী নুরুল করিম পুতু বাহিনীর নেতৃত্বে একই ইউনিয়নের চৌধুরী পাড়ায় বতসবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় বসতবাড়িতে থাকা আনোয়ারা
বেগম মারধরের শিকার হয়েছে। এসময় সন্ত্রাসীরা ঘরের দরজা, জানালা ও জিনিসপত্র ভাঙচুর করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
শনিবার (১৩ মার্চ) বিকাল ৪ টার দিকে একই ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় সাজ্জাদুর রহমানের বসতবাড়িতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। পরে আহত আনোয়ার বেগমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।
আহত আনোয়ার বেগম বলেন, হামলাকারীরা এলাকার কুখ্যাত সন্ত্রাসী প্রকৃতির লোক। পূর্ব শত্রুতার জের ওই সন্ত্রাসীরা একের পর এক হামলা চালাচ্ছে আমাদের বসতবাড়িতে এসে। ওই সন্ত্রাসী হলো দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের (২নং ওয়ার্ড) পশ্চিম উমখালী এলাকার মোহাম্মদের ছেলে নুরুল করিম পুতু (প্রকাশ ইয়াবা পুতু) একই ইউনিয়নের (১নং ওয়ার্ড) ঘাট পাড়া এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ ফরিদসহ তাদের নেতৃত্বে একটি কিশোর গ্যাং।
গতকাল ৪ টার দিকে ওই সন্ত্রাসী পুতু ও ফরিদ বাহিনীর নেতৃত্বে অতর্কিতভাবে দা, কিরিচ, লোহার রড এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়ি হানা দেয়। এসময় দরজা, জানালাসহ বাড়ির ভেতরে ঢুকে জিনিসপত্র ভাঙচুর এবং আমাকে মারধর ও নির্যাতন করে ওই সন্ত্রাসীরা। হামলায় আমি গুরুতর আহত হয়েছি। এছাড়াও আমার ছেলের বউকেও টানা, হেঁচড়াসহ নির্যাতন করছে ওই সন্ত্রাসীরা।
তিনি আরও বলেন, এদিকে গত ৭ মার্চেও ওই সন্ত্রাসীরা আমাদের বসতবাড়িতে হামলা চালায়। এ বিষয়ে প্রশাসনের কাছে আমাদের জীবনের নিরাপত্তার হস্তক্ষেপ কামনা করছি।
আহতের স্বামী বাড়ির মালিক সাজ্জাদুর রহমনা বলেন, প্রকৃত পক্ষেই উপরোক্ত সন্ত্রাসীরা খুবই ভয়ংকর। এলাকায় সন্ত্রাসী নুরুল করিম পুতুর একটি কিশোর গ্যাং রয়েছে। প্রতিনিয়তেই ওই গ্যাংটি এলাকায় অপকর্মসহ নানা অপরাধে লিপ্ত থাকে।
একের পর এক দুইবার আমার বাড়িতে এসে হামলা চালাচ্ছে ওই সন্ত্রাসীরা। আমরা এখন জীবনের নিরাপত্তায় ভুগছি। যেকোন মুহুর্তে আমাদের প্রাণ হানি করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার পক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-