চট্টগ্রাম •
ঢাকার ধামরাইর থেকে পালিয়ে চট্টগ্রামে বিয়ে করতে এসে পুলিশের হাতে ধরা খেলেন ৬ কিশোর-কিশোরী। কথাবার্তায় সন্দেহ হলে শুক্রবার (১২ মার্চ) রাতে চট্টগ্রাম রেলস্টেশন থেকে তাদের থানায় নিয়ে যায় পুলিশ। ফলে ভেস্তে যায় তাদের বিয়ের পরিকল্পনা।
জানা গেছে, তিন কিশোরীর মধ্যে দু’জন ষষ্ঠ শ্রেণির ও একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এছাড়া তিন কিশোরের মধ্যে দু’জন নবম শ্রেণির ও একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) নোবেল চাকমা ।
তিনি বলেন, রেল স্টেশনে সন্দেহজনকভাবে চলাফেরার সময় তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাদের দুইজন নিজেদের ‘স্বামী-স্ত্রী’, অন্যরা ‘বন্ধু-বান্ধবী’ পরিচয় দেয়।সন্দেহজনক কথাবার্তার জন্য তাদের থানায় নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিয়ে করার জন্য তারা পালিয়ে চট্টগ্রাম এসেছে। থানায় এনে তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করি আমরা।
নোবেল চাকমা আরও বলেন, তারা বাড়ি থেকে পালিয়ে শুক্রবার দুপুরে চট্টগ্রামে আসে। তাদের বয়স কম। চট্টগ্রামে তাদের কোনো আত্মীয়স্বজন, চেনা-পরিচিত লোকজনও নেই। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারত। এই বয়সে বিয়েও আইনসিদ্ধ নয়। সেজন্য আমরা তাদের থানায় নিয়ে গেছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-