কক্সবাজারে অর্ধ লক্ষাধিক ইয়াবাসহ সম্রাজ্ঞী সেতু আটক

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

র‍্যাব-১৫ এক অভিযান চালিয়ে ৫০ হাজার ২৪০ পিচ ইয়াবা সহ কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উত্তর কুতুবদিয়া পাড়ার নারী ইয়াবাকারবারী সেতারা বেগম সেতু’কে আটক করেছে। শুক্রবার ১২ মার্চ সকাল সাড়ে ৯ টার দিকে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উত্তর কুতুবদিয়া পাড়ার মো: আমান উল্লাহ’র স্ত্রী, আবু সৈয়দ প্রকাশ গুলছার ও শামশুন নাহারের কন্যা নারী ইয়াবাকারবারী সেতারা বেগম প্রকাশ সেতু’র বসত বাড়িতে সাক্ষীদের সামনে তার বাড়ি তল্লাশী করে র‍্যাব সদস্যরা প্রথমে ২৪০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে। পরে সেতারা বেগম প্রকাশ সেতু’র স্বীকারোক্তি অনুযায়ী তার পিতা আবু সৈয়দ প্রকাশ গুলছার এর বাড়িতে অভিযান চালিয়ে তার বসত বাড়ির খাটের নীচে সাক্ষীদের সামনে তল্লাশী করে র‍্যাব সদস্যরা আরো ৫০ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৪ জন ইয়াবা কারবারী পালিয়ে যায়।

আটক নারী ইয়াবাকারবারী সেতারা বেগম প্রকাশ সেতু’রকে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য উদ্ধার করা ইয়াবা টেবলেট সহ কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত নারী ইয়াবাকারবারী দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্ত এলাকা থেকে ইয়াবা টেবলেট এনে সারাদেশে বেচাবিক্রি করত বলে র‍্যাব-১৫ এর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ধৃত ইয়াবাকারবারী সেতারা বেগম প্রকাশ সেতু’কে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে তাকে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে থানা সুত্রে জানা গেছে।

আরও খবর