চকরিয়া থেকে অপহরণ করা যুবক উখিয়ায় উদ্ধার, আটক ২

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১৫)। এ সময় অপহৃত আবু সাঈদ (২১) নামের এক যুবককে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল গ্রামের ফরিদ আহমদের ছেলে শহিদুল ইসলাম (১৯) ও একই এলাকার ফরিদ আলমের স্ত্রী ছলেমা খাতুন (৪৪)।

উদ্ধারকৃত যুবক আবু সাঈদ চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের শিলা পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ‘গত ৭ মার্চ রবিবার বিকেলে মাইক্রোবাসযোগে আবু সাঈদ (২১) নামের এক যুবক অপহরণের শিকার হন। অপহরণকারীরা পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা দিতে ব্যর্থ হলে ওই যুবককে মেরে ফেলার হুমকি দেয়। অপহৃতের পিতা আব্দুল খালেক র‌্যাব-১৫ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু করে র‌্যাব। পরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুইজন অপহরণকারীকে আটক করা হয়। এসময় অপহৃত যুবককে উদ্ধার করা হয়।’

আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় আবু সাঈদ বাদি হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি তদন্ত গাজী সালা উদ্দীন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।’

আরও খবর