সিবিএন •
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে কার চাপায় নয় বছরের এক স্কুল ছাত্রী মারা গেছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম নুসাইবা রহমান রাইফা । সে এনজিও ফোরাম কর্মকর্তা শামসুর রহমান রিপনের বড় মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের নিয়ে আজ শুক্রবার তারা মেরিন ড্রাইভ সড়কে বেড়াতে যায় । শাপলাপুর চেক পোষ্টের কাছাকাছি অংশে বেড়ানোর সময় রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী কার রাইফাকে চাপা দেয়। মারাত্মক আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহত রাইফা কক্সবাজার আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্রী বলে জানা গেছে । তার আকষ্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে তার শিক্ষাপ্রতিষ্ঠানে । স্কুল কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছেন।
নিহত রাইফাকে তার পৈত্রিক বাড়ি চাঁদপুরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাকে দাফন করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-