জাহেদ হাসান •
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি টিম পৌরসভার সমিতি পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও ইয়াবা মাদকসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। আটককৃতদের মধ্যে দুজন রোহিঙ্গা নাগরিক।
শুক্রবার (১২ মার্চ) সকাল অনুমানিক সাড়ে ৬ টার দিকে সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম পৌরসভার ১ নং ওয়ার্ডের সমিতি পাড়ায় অভিযান পরিচালনা করে বাজারের উত্তর মাথায় শুমি স্টোরের সামনে থেকে ওই ৪জন মাদক ব্যবসায়ীদের আটক করেছে। পরে তাদের কাছ থেকে ১ টি বাটসহ ৯.৫ ইঞ্চি ৯ এম.এম. পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন সংযুক্ত ও একটি খালি ম্যাগজিন, ৫০ রাইন্ড গুলির বক্স এবং ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়
আটককৃতরা হলেন, ১। কিউবা (৪৫), পিতা-উছাচিং, সাং-চৌফলদন্ডী দক্ষিণ রাখাইনপাড়া, ২। সুইম্রা (৪০), পিতা-মংথেইচা, সাং-চৌফলদন্ডী মধ্যম রাখাইনপাড়া, -কক্সবাজার,৩। ওয়ামংলা (৩৫), পিতা-মংক্যচিং, সাং-সুইপেচা, জেলা-অকিয়াব, মায়ানমার, ৪। মোঃ রহিম উল্লাহ (২৫), পিতা-সরু হোসেন, সাং-বড় দেইল, -আকিয়াব, মায়ানমার।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনির উল গিয়াস নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-