চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে যুবক নিহত

ইমাম খাইর •


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে স্টার লাইনের যাত্রীবাহী বাস উল্টে মো. শাহেদ (২৫) নামের একজন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

শুক্রবার (১২ মার্চ) ভোর ৫টার দিকে চকরিয়া হারবাং বানিয়ারছরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

সকাল সোয়া ৮টা পর্যন্ত প্রাপ্ত খবরে, আহতদের মধ্যে ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। নিহতের পরিমাণ বাড়তে বলে আশঙ্কা করছে প্রত্যক্ষদর্শীরা।

যাত্রীবাহী বাসটি কুমিল্লা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। আহতদের মধ্যে পিংকু (২৬), সাকিব আল মাহমুদ (৩০) নামের দুইজনের পরিচয় মিলেছে। তাদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত অন্যান্যদের নাম জানা যায় নি।

ছৈয়দ আহমদ তানশীর উদ্দিন এ খবর জানিয়েছেন।

তিনি জানান, মো. শাহেদ নামের যাত্রীকে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে ৬ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও খবর