কক্সবাজারের জেলা প্রশাসনের নামেও বাটপারি!

কালেরকন্ঠ •

কক্সবাজার জেলা প্রশাসন অফিসের নাম দিয়ে এক বাটপার প্রতারণার মাধ্যমে প্রায় ১৩ কেজি ইলিশ ও কালা চান্দা মাছ নিয়ে পালিয়েছে। বৃহষ্পতিবার (১১ মার্চ) দুপুরে জেলা প্রশাসন অফিসের দু’তলায় এক মাছ বিক্রেতার নিকট থেকে মাছ বোঝাই দু’টি থলি নিয়ে এই বাটপারের বীরদর্পে হেঁটে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

অপরদিকে বাটপারের কবলে পড়ে মাছ বিক্রির ৮ হাজার ৯০০ টাকা হারিয়ে ক্ষুদ্র মাছ ব্যবসায়ী আবদুর রহিম এখন মাথায় হাত দিয়ে বসেছেন। হতভাগা মাছ বিক্রেতা আবদুর রহিম বাহারছড়া মাছ বাজারে বসে ব্যবসা করেন। তিনি গতরাতে জানান, বৃহষ্পতিবার দুপুর ১২ টার দিকে এক ব্যক্তি তাকে (আবদুর রহিম) ০১৬১৪৯৭৪২৪৬ নম্বর থেকে মোবাইল করে বড় সাইজের ৬ পিচ ইলিশ ও ৬ পিচ কালা চান্দা মাছ জেলা প্রশাসন অফিস ভবনে নিয়ে যেতে বলেন।

ক্ষুদ্র মাছ ব্যবসায়ী আবদুর রহিমের নিকট এসব মাছ তখন ছিল না। তবুও তিনি মোবাইলে এরকম অর্ডারটি পেয়ে তারই সতীর্থ বাবুল নামের আরেক ব্যবসায়ীকে মাছ সরবরাহের জন্য বলেন। বাবুল যথারীতি ৬ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ ও ৬ কেজি ওজনের কালা চান্দা মাছ নিয়ে জেলা প্রশাসন ভবনের দ’তলায় যান।

বাবুল সেখানে পৌঁছেই উক্ত মোবাইলে রিং দিয়ে মাছ নিয়ে উপস্থিত হবার কথা জানালে তাকে অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর কালো মতো এক লোক গায়ে সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত অবস্থায় মাছের জন্য বাবুলের নিকট হাজির হয়ে মাছ বোঝাই থলি দু’টি হাতে নেয়। এরপর ওই লোক ‘সাহেব’র নিকট থেকে টাকা এনে দেয়ার কথা বলে বাবুলকে সেখানে বসতে বলে দু’তলার দক্ষিণ বারান্দা দিয়ে অফিস ভবনের পূর্ব দক্ষিণের সিঁড়ি দিয়ে পালিয়ে যায়।

মাছ ব্যবসায়ী আবদুর রহিম জানান, বৃহষ্পতিবার রাত ৮/৯ টার দিকে ওই মোবাইল নম্বরে রিং দিয়ে মোবাইলটি সচল পান। কিন্তু মোবাইল ধরেননি ওই বাটপার।
জেলা প্রশাসনের একজন কর্মচারি জানিয়েছেন, মাস-দুয়েক আগেও একই রকমের বাটপারি করে একজন ক্ষুদ্র বেপারির নিকট থেকে ৪টি দেশী মুরগি নিয়ে যাওয়া হয়েছিল।

আরও খবর