এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেয়া চকরিয়ার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নোয়ার হোসেন বাঙ্গালীর ৭ম মৃত্যুবার্ষিকী কাল ১১ মার্চ বৃহস্পতিবার।
২০১৪ সালের এদিনে ৬০বছর বয়সে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মহান মুক্তিযোদ্ধকালীন সময়ে সরাসরি রনাঙ্গনে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালীর মৃত্যুর পূর্বে পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাব্জার জেলা সংসদের সাংগঠনিক কমান্ডার ও চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক কমন্ডারের দায়িত্ব পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালী ছিলেন একজন আদর্শ পিতা, আদর্শ ভাই ও একজন নিরলস সমাজ সংস্কারক। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মুক্তিযোদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে পরীক্ষিত একজন সৈনিক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মুক্তিযোদ্ধের স্বপক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। দিবসটি উপলক্ষে লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাটাস্থ মরহুমের পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন সকাল ৭টায় মরহুমের নিজ বাড়ী মুক্তিযোদ্ধা কুটিরে খতমে কোরআন, সকাল ৯টায় কবর জেয়ারত, সকাল ১১টায় মরহুমের নামে প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে মিলাদ মাহফিল ও ছাত্রদের মাঝে মিষ্টি বিতরণ, বিকাল ৩টায় স্কুল হলরুম ও লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা এবং ১২ মার্চ শুক্রবার মরহুমের নিজ বাড়িতে মেজবান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের বড় ছেলে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণট্রাষ্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিম।
প্রসঙ্গত: ২০১৪ সালে ১১ মার্চ বিকালে ৬০বছর বয়সে মৃত্যুবরণ করেন আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালী। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-