চট্টগ্রাম •
বান্দরবানের থানচিতে ৩ কেজি ৭শ’ গ্রাম আফিমসহ লেংরাও ম্রো (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।
মঙ্গলবার (৯ মার্চ) বিকালে থানচি মাইক্রোবাস স্ট্যান্ডের বটগাছ তলায় যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)।
লেংরাও থানচির তিন্দু ইউনিয়নের রেংবাপাড়ার রেংথোন ম্রোর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, বটগাছ তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ১১ প্যাকেটে ৩ কেজি ৭শ’ গ্রাম আফিম উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আফিমসহ মাদক ব্যবসায়ীকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-