নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা অপহরণকারীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী পাড়ার মমতাজ মিয়ার ছেলে সাইফুল ইসলামকে (৩২) অপহরণের দায়ে তাদের গ্রেফতার করা হয়।
কক্সবাজার-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সোমবার (৮ মার্চ) দুপুরে উপজেলার হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের আলী জোহারের ছেলে নুরুল ইসলাম (২২) ও একই ক্যাম্পের ও ব্লকের জালাল আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২৫)।
এসপি তারিকুল বলেন, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের সামনে থেকে স্থানীয় বাংলাদেশি নাগরিক সাইফুলকে একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।
অভিযানের মুখে দুর্বৃত্তরা সাইফুলকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা শেষে ওইদিনই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি বলেন, সোমবার দুপুরে উদ্ধার হওয়া সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এসময় সাইফুল ইসলামের শনাক্ত মতে দুই অপহরণকারীকে নিজেদের বসতঘর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই অপহরণকারী চিহ্নিত সন্ত্রাসী। তারা রোহিঙ্গা সন্ত্রাসী দল পুতিয়া গ্রুপের সক্রিয় সদস্য। অপহরণসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তরিকুল।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-