আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
উখিয়ায় হেলপ কক্সবাজার’র উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
৮মার্চ (সোমবার) সকাল ১০টায় হাসিমুখ ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্টিত র্যালীতে উক্ত সংগঠনের নারী সদস্য, বিভিন্ন প্রতিষ্টানে কর্মজীবি মহিলা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অত্র এলাকার নেতৃবৃন্দ অংশ নেন।
র্যালী শেষে সোনারপাড়াস্থ হাসি মুখ ফাউন্ডেশনের অস্থায়ী অফিসে হেলপ কক্সবাজার’র ফিল্ড অফিসার মধু বড়ুয়ার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনায় সভাপতিত্ব করেন, হেলপ কক্সবাজার’র ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজার এস এম জুনায়েদ চৌধুরী।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিমুখ ফাউন্ডেশনের উপদেষ্টা কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জুয়েল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আ’লীগের সদস্য ও জালিয়াপালং ইউনিয়নের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক আবুল কাশেম বাবুল, মাওলানা ঈসমাইল,হেলপ কক্সবাজার’র মনিটরিং অফিসার জিল্লুর রহমান, হাসিমুখ ফাউন্ডেশনের সিনিয়র সহ: সভাপতি জাহেদুল আলম।
উক্ত আলোচনা সভায় বক্তারা নারী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এছাড়া ছেলেদেরকে নারীর অধিকার সম্পর্কে সচেতন থাকার আহবান করার পাশাপাশি নারীদের প্রতি তিরস্কার করা থেকে বিরত থাকতে বলা হয় এবং তিরস্কারকারীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহবান করা হয়।
প্রধান অতিথির বক্তবে জুয়েল মামুন বলেন, পুরুষদের পাশাপাশি নারীদের এগিয়ে যেতে হবে, এক্ষেত্রে পুরুষদের অগ্রনীভূমিকা পালন করতে হবে। তিনি সবাইকে নারী সহিংসতা থেকে বিরত থাকার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে আবুল কাশেম বাবুল বলেন, শুধু আন্তর্জাতিক নারী দিবসের এ বিশেষ দিন নয়। বছরের প্রত্যেকটি দিন নারী ও কন্যা শিশুদের সম্মান দিতে হবে।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।”
এছাড়াও নারী দিবসে নারীর অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা ও সম্ভাবনা, কবিতা আবৃত্তি, কিশোর-কিশোরীদের স্বপ্ন নিয়ে বক্তব্য, নারীদের সাফল্য নিয়ে বক্তব্য প্রতিযোগিতা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরষ্কার এবং জীবনযুদ্ধে সফল নারীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় হেলপ কক্সবাজার’র ফিল্ড অফিসার মধু বড়ুয়া, তাসনোভা রিয়া, মাহমুদুল হাসান তারেক, মোঃ সেলিম সহ অত্র এলাকার নারী, শিক্ষক, ছাত্রছাত্রী ও সহযোগী সংগঠনের অনেকে অংশ নেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-