পণ্য পরিবহণের আড়ালে ইয়াবা পাচার, টেকনাফের দুই মাদক পাচারকারী ধরা!

চট্টগ্রাম •


চট্টগ্রামের কোতোয়ালীর আসাদগঞ্জে সাড়ে ১২ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। অভিযানে ইয়াবা পরিবহণে ব্যবহৃত পিকআপটিও জব্দ করেছে পুলিশ । আজ রবিবার সন্ধ্যায় মহানগর গোয়েন্দা (পশ্চিম-বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোরশেদ এমন তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন: মো. শহীদ (১৯) কক্সবাজারের টেকনাফ থানার দক্ষিণ জালিয়া পাড়ার মো. আইয়ুবের ছেলে ও মো. আব্দুল্লাহ (২২) একই থানার গোদার বিল এলাকার আব্দুল করিমের ছেলে।

অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মো. আবুল কালাম সাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে চট্টগ্রামের কোতোয়ালী থানার আসাদগঞ্জ চামড়ার গুদাম এলাকায় অভিযান পরিচালনা করে ১২ হাজার ৫শত পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পিকআপে করে পণ্য পরিবহণের আড়ালে ইয়াবা পাচার করছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর