টেকনাফে ইয়াবাভর্তি শপিং ব্যাগ ফেলে পালাল পাচারকারী

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

টেকনাফের জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় কৌশলে পালিয়ে গেছে একজন পাচারকারী। শনিবার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে এ অভিযান চলে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক জানান, গোপন সূত্রে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. সালেহ আকরাম এর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হলুদ রঙের একটি শপিং ব্যাগ ফেলে নাফ নদী সংলগ্ন প্যারাবনে পালিয়ে যায়। পরে শপিং ব্যাগ তল্লাশী করে ৩৫ হাজার ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

আরও খবর