কক্সবাজারে ট্রাক চাপায় আহত এড. ওসমান আর নেই

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মো. ওসমান গণি মারা গেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।

রবিবার (৭ মার্চ) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে একজন প্রাণ হারায়। হাসপাতালে নিয়ে গেলে আরো একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কলাতলীর দক্ষিণ আদর্শ গ্রামের মোহনা বেগম (৭০) ও ঢাকা উত্তরার শাহাদাত হোসেন নামের এক ব্যক্তি। সর্বশেষ মারা গেলেন জেলার আদালতঙ্গনে জনপ্রিয় ও পরিচিত আইনজীবী মো. ওসমান গণি।

চট্টগ্রামের দিক থেকে আসা সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় ধুমড়ে-মুচড়ে গেছে একটি সিএনজি গাড়ি। এ ঘটনায় প্রায় ৮ জন আহত হয়েছে। তারা কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জার্নাল ডটকম পরিবার। এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কক্সবাজার জার্নাল ডটকম’র উপদেষ্টা সম্পাদক রাসেল চৌধুরী, সম্পাদক আবদুল্লাহ আল আজিজ, নির্বাহী সম্পাদক গিয়াস উদ্দিন ভুলুসহ পুরো পরিবার।

উল্লেখ্য, নিহত ওসমান গণি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আরও খবর