অনলাইন ডেস্ক •
চট্টগ্রামের খাগড়াছড়িতে নিজ বাসা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম নাইমুল হাসান মিশন। তিনি রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শনিবার ভোরে জেলার রামগর উপজেলার সোনাইপুল গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ভোরে নাইমুলের মা ফজরের নামাজ পড়তে উঠে সন্তানের কক্ষে বাতি জ্বালানো অবস্থায় দেখেন। এরপর অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেনি কেউ। পরে সকাল সাতটার দিকে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় নাইমুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, নাইমুলের কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা আছে, ’আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার বেঁচে থাকার জন্য কোনো ইচ্ছা নেই, তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আম্মু আমাকে মাফ করে দিয়েন, লিমনের খেয়াল রাখিয়েন। আব্বু আমাকে সফল করার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, আমি পারিনি, তাই ক্ষমাপ্রার্থী।
এ বিষয়ে রামগড় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-