টেকনাফে অর্ধ লক্ষাধিক ইয়াবার চালানসহ দুই মাদক কারবারী আটক

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফে র‌্যাব সদস্যরা আবারো মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে টেকনাফ সদর ইউনিয়ন উত্তর লম্বরী এলাকার দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এসময় তাদের কাছ থেকে অর্ধলক্ষাধিক ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

ধৃত দুই মাদক কারবারী হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়ন উত্তর লম্বরী এলাকার মৃত মাহাবুবুর রহমান’র পুত্র শামশুল আলম(৩০), একই এলাকার ফজল আহাম্মদ’র পুত্র মো.জামাল হোসেন(৩৬)।

৬ মার্চ (শনিবার ) সকালে র‍্যাবের পাঠানো বার্তা সুত্রে জানাযায়, গোপন সংবাদের তথ্য অনুযায়ী শনিবার দিবাগত গভীর রাত ২টার দিকে টেকনাফ -কক্সবাজার মহাসড়ক সদর ইউপি অন্তর্গত বরইতলী জামে মসজিদের পাশে অভিযান চালিয়ে তাদের দুই জনকে আটক করে র‍্যাব। এরপর তাদের সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তা ও পলি ব্যাগ তল্লাশী করে ৪৯.৫০০পিস উদ্ধার করতে সক্ষম হয়।

এই অভিযানের সত্যতা নিশ্চিত কক্সবাজার র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরো জানান, জিজ্ঞাসাবাদে আটক দুই মাদক কারবারী স্বীকার করে তারা টেকনাফ সীমান্ত এলাকা ব্যবহার করে দীর্ঘ দিন ধরে মিয়ানমার থেকে পাচার করে নিয়ে আসা মরন নেশা ইয়াবা কারবার পরিচালনা করে আসছে। তিনি বলেন ইয়াবা কারবারে জড়িত আটক দুই অপরাধীর আরো অনেক সহযোগী রয়েছে। সঠিক তথ্য অনুসন্ধানের ভিত্তিত্বে তাদেরকে আইনের আওয়তাই নিয়ে আসা হবে।

আরও খবর