নিজস্ব প্রতিবেদক •
উৎসবমুখর পরিবেশে উখিয়া ডেভলপমেন্ট এসোসিয়েশন’র সাধারণ সভা বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) উখিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ডাকবাংলোতে এ অনুষ্ঠান হয়।
এতে উখিয়া ডেভলপমেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসেমের সঞ্চালনায় সভাপতিত্বে করেন সভাপতি অধ্যাপক নুরুল আমিন (ভুট্টো), সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যাপক নুরুল বশর ভূঁইয়া, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শেয়ার হোল্ডার কমরুদ্দিন মুকুল।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির জুশান, অধ্যাপক মোজাফফর আহমদ, কাজী হুমায়ুন কবির বাচ্চু, নুরুজামান (ভাক্কা), আয়াজ রবি, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, এম ফেরদৌস ওয়াহিদ প্রমূখ৷
উপস্থিত সকলেই প্রাণবন্ত অনুষ্ঠানে উখিয়া ডেভলপমেন্ট এসোসিয়েশনের বিগত দিনগুলোর সামগ্রিক কর্মকাণ্ডের ভূয়সী প্রসংশা করেন এবং আগামীতেও বিয়ানীবাজারের শিক্ষা ও সামাজিক উন্নয়নে সমষ্টিগতভাবে বৃহৎ অবদান রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।
সাধারণ সভা শেষে বনভোজনে আমন্ত্রিত অতিথিরা ভোজনে অংশ গ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) উখিয়া আমিমুল এহেছান খান, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মেদ সঞ্জুর মোরশেদ, উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ওসি তদন্ত, রেঞ্জ কর্মকর্তা’সহ প্রমূখ।
এক মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরো অনুষ্ঠান সবার মাঝে সুসম্পর্ক গঠনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে উখিয়া ডেভলপমেন্ট এসোসিয়েশনের সাধারণ সভা বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-