বিশেষ প্রতিবেদক •
উন্নত জীবনযাপনের প্রত্যাশায় নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর অব্যাহত রয়েছে। পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতিবার দুপুর দু’টায় নৌবাহিনীর ৫টি জাহাজে সেখানে পৌঁছান এক হাজার ৭ শ’৫৯জন রোহিঙ্গা শরণার্থী।
এর আগে, সকাল ৯টায় চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজগুলো তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়। এদের মধ্যে ৪৪৫ জন পুরুষ, ৫১৬ মহিলা ও ৭৯৮ শিশু রয়েছে।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, এক হাজার ৭৫৯জন রোহিঙ্গাকে জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষা শেষে গাড়িতে করে ওয়্যার হাউজে সমবেত করা হয়েছে। পরে সেখানে তাদেরকে ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষে তাদের ভাসানচরের বিভিন্ন ক্লাস্টারে স্থানান্তর করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-