গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
মিয়ানমার উৎপাদিত ইয়াবার চেয়ে শত গুন শক্তিশালী ‘চরুকিল মিথাইল এমফিরিন’ নামক একটি নতুন মাদকের চালানসহ আব্দুল্লাহ (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে টেকনাফ মাদকদ্রব্য অফিসে কর্মরত সদ্স্যরা।
আটক মাদক ব্যবসায়ী হচ্ছে, টেকনাফ উপজেলার জাদিমুড়া রােহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকার গুলাল নৰীর পুত্র।
উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করার জন্য, ৪ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১২ টার দিকে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সংবাদ সম্মেলনে সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা(মুকুল) সংবাদ কর্মীদের জানান,
গত ৩ মার্চ(বুধবার) বিকাল তিনটা থেকে রাত পর্যন্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ‘চরুকিল মিথাইল এমফিরিন’ নামক একটি মাদকের চালানসহ এই মাদক কারবারী আটক করতে সক্ষম হয়।
তিনি জানান, দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত একটি সক্রিয় চক্র ইয়াবা কারবারের পাশাপাশি মিয়ানমার পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে উৎপাদিত ‘চরুকিল মিথাইল এমফিরিন’ নামক একটি শক্তিশালী নতুন মাদক পাচার করার চেষ্টা করে আসছে। আইস বা সিল মেথ নামে পরিচিত এই মাদক ইয়াবার চেয়ে শত গুন বেশ শক্তিশালী,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মােঃ আহসানুলের নির্দেশনায় টেকনাফ বিশেষ জোনে কর্মরত তিনি এবং ইন্সেপেক্টর দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি দল এই চক্রটিকে ধরার জন্য ছয় মাস যাবত গােয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে।
এরই সূত্র ধরে তার নেতৃত্বে টেকনাফের জাদিমুড়া রােহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি বসতবাড়ী থেকে ২ কেজি আইসসহ তাকে আটক করা হয় । এসময় তার ভাই আবদুর রহমান পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায়।
উদ্ধার আইস বা সিলসহ আটক পাচারকারী ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান। তবে এ চক্রটিকে ধরতে আটক আসামিকে জিজ্ঞাসাবাধের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
তবে পশ্চিমা বাজারে মিলিয়ন ডলার মূল্যের এই মাদকের বাংলাদেশে মূল্য প্রতি কেজি প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা।
সহকারী পরিচালক জানান, এখনই এই অপতৎপরতা বন্ধ করতে না পারলে ইয়াবার মতাে আইসে সয়লাব হয়ে যেতে পারে পুরাে দেশ। এই অভিযানের ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।####
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-