চট্টগ্রাম •
কক্সবাজার থেকে ফেনীতে ইয়াবা পাচারকালে ৩ মাদক ব্যবসায়ীকে চট্টগ্রাম নগরীতে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সাও জব্দ করা হয়েছে।
বুধবার (৩ মার্চ) চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আল আমিন প্রকাশ তুহিন (২৫), সৈয়দ আমিন (৩২) এবং মো. আব্দুর রহমান (২৮)।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস মোড় এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ৮ হাজার ইয়াবা নিয়ে ফেনী পাচারকালে চট্টগ্রাম নগরীতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-