মেরিন ড্রাইভে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: ঔষধ কোম্পানির প্রতিনিধি নিহত

ডেস্ক রিপোর্ট •

টেকনাফের শামলাপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান নামে এক যুবক নিহত হয়েছে।

রবিবার ২৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক পৌনে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান এসএমসি ফার্মার প্রতিনিধি টেকনাফে কর্মরত আছেন বলে জানা গেছে।

জানা যায়,  এসএমসি ফার্মার প্রতিনিধি টেকনাফে কর্মরত মেহেদী হাসান অফিসের কাজে মোটরসাইকেল যুগে টেকনাফ হতে শামলাপুর যাওয়ার পথে অন্য আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পারিবারিক সিদ্ধান্তে নিজ গ্রামের বাড়ি সাতক্ষীরায় দাফনকাজ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

আরও খবর