এবার বাসের ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্রীর

চট্টগ্রাম •

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় শামস তাহিয়াত মৌনতা (১৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলার ভাটিয়ারীতে এই দুর্ঘটনা ঘটে।

মৌনতা বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) স্কুলের দশম শ্রেণির ছাত্রী এবং বাঁশবাড়িয়া-সন্দ্বীপ ফেরী ঘাটের ম্যানেজার সেলিম উল্লাহ ও সোনাইছড়ি রাজা কাসেম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তারের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মো. বাবুল মিয়া বলেন, ‘স্কুলছাত্রী মৌনতা প্রাইভেট পড়ে বাসায় যাচ্ছিল। সে কাসেম জুট মিল এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি মিনি বাস তাকে ধাক্কা দেয়। এতে মৌনতা গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরও খবর