রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে অভিনব কায়দায় পাকস্থলীর মধ্যে নিয়ে পাচারের সময় ১৪শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- মো. লুৎফর রহমান মোল্লা (৪১) ও মো. কুব্বাত আলী (৪৮)।
পুলিশ সুপার এমএম শাকিলুজ্জান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ফেব্রুয়ারি জেলার বালিয়াকান্দি থানার গোবিন্দপুর গ্রামে অভিযান পরিচালনা করে মো. লুৎফর রহমান মোল্লা ও তার সহযোগী মো. কুব্বাত আলীকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে তারা জানান বিশেষ কায়দায় পাকস্থলীতে ইয়াবা বহন করছেন তারা।
তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শে এক্স-রে’র মাধ্যমে আটকদের পাকস্থলীতে স্কচটেপ দিয়ে মোড়ানো ক্যাপসুল আকারের ২৮টি বস্তার অস্তিত্ব পান। পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় তাদের পাকস্থলী থেকে মোট (৬৫০+৭৫০) ১৪শ পিস ইয়াবা উদ্ধার করেন। যার আনুমানিক বাজার মূল্যে ৪ লাখ ২০ হাজার টাকা। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-