এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া •
কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে মাহামুদুল হাসান নামে দেড় বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কাকারা ইউনিয়নের মাইজ কাকারা জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। শিশু মাহামুদুল হাসান একই এলাকার হাফেজ মাওলানা আবুদল করিমের ছেলে। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, শনিবার সকালে সাড়ে ৯টার দিকে মাইজ কাকারা জামে মসজিদের পুকুর পাড়ে মাহামুদুল হাসানসহ কয়েকজন শিশু খেলা করছিলো। এ সময় হঠাৎ সাথীদের অগোচরে মাহামুদুল হাসান পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে মৃত অবস্থায় তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে। এ সময় মৃত শিশুটিকে কুলে তার পিতা বিলাপ করতে থাকেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান বলেন, স্থানীয় বাসিন্দারা একটি শিশুর অপমৃত্যুর বিষয়টি আমাকে জানায়। পরে ঘটনাটি আমি স্থানীয় প্রশাসনকে অবহিত করি। প্রশাসনের অনুমতি নিয়েই শিশুটির মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-