সাপ্তাহিক ছুটিকে কাজে লাগাতেই কক্সবাজারে ভিড়

সুজাউদ্দিন রুবেল •

সাগরের উত্তাল ঢেউ, সাথে মানুষের ঢল। সাপ্তাহিক ছুটিকে কাজে লাগাতে প্রাণের সঞ্চার খুঁজতে অনেকেই ভিড় করছেন কক্সবাজারে। তবে উপেক্ষিত করোনা আতঙ্ক। সব মিলিয়ে মেলা বসেছে সবখানে। পর্যটকদের আনন্দ নির্বিঘ্ন করতে কাজ করছে লাইফ গার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ।

ব্যস্ততার মাঝে খানিকটা প্রশান্তির খোঁজে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষ সময় কাটাচ্ছেন আনন্দ উপভোগে। সাগরে সমুদ্র স্নান, টিউবে গা ভাসানো, জেড স্কিতে ভ্রমণ ও প্রিয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করছেন তারা। শুক্র ও শনি ২ দিনের সাপ্তাহিক ছুটিতে পর্যটকদের এমন ভিড় ।
শীত মৌসুম শেষ হওয়ায় সাগর উত্তাল। তাই আগত পর্যটকদের সমুদ্র স্নানে নির্দেশনা মেনে চলার পরামর্শ লাইফ গার্ড সংস্থার।

কক্সবাজার সী সেইভ লাইফ গার্ড ইনচার্জ মোহাম্মদ সিরু বলেন, ‘আবহাওয়া যেহেতু পরিবর্তন হচ্ছে সৈকতেও প্রচুর পর্যটকের সমাগম হচ্ছে। আমরা লাইফ গার্ডের পক্ষ থেকে সর্বদা প্রস্তুত আছি পর্যটকদের নিরাপত্তা দেয়ার জন্য।

শর্ত ছিল মাস্ক পরাসহ শারীরিক দূরত্ব মেনে চলার। যার কিছুই মানছেন না পর্যটকরা। তবে, পর্যটকদের স্বাস্থ্যবিধি মানার জন্য প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপ পরিদর্শক ক্ষিরোদ চন্দ্র চন্দ।

শুধু সমুদ্র সৈকতই নয়, পর্যটকরা ভিড় করছেন ইনানী, মহেশখালী, প্রবালদ্বীপ সেন্টমার্টিনসহ পর্যটন স্পটগুলোতে।

আরও খবর