এম কলিম উল্লাহ, উখিয়া •
উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজার সৈকত রোড় সংলগ্ন এন.আলম শপিং কমপ্লেক্স এর নিচ তলায় রুচিশীল কাপড়ের বিপুল সমাহার নিয়ে শুভ উদ্বোধন হয়েছে মক্কা শপিং সেন্টার।
বৃহস্পতিবার ২৫শে ফেব্রুয়ারী দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মক্কা শপিং সেন্টার শুভ উদ্বোধন করেন, এন.আলম শপিং কমপ্লেক্স এর স্বত্বাধিকারী জনাব নুরুল আলম। উপস্থিত ছিলেন, কোটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, এন.আলম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ শাহজাদা অর্থ সম্পাদক মোঃ শরীফ সহ ব্যবসায়ীবৃন্দ।
কোটবাজার এন.আলম শপিং কমপ্লেক্স এর পশ্চিম গলির ৬৫-৬৬ নং দোকান মক্কা শপিং সেন্টারের পরিচালক মোঃ শাহ আলম বলেন, সততাই আমাদের একমাত্র লক্ষ্য, রুচিশীল নারী পুরুষের জন্য মক্কা শপিং সেন্টারে রয়েছে দেশি-বিদেশি ব্রান্ডের বিয়ের শাড়ী, থ্রি-পিচ, লেহেঙ্গা, বোরকার কাপড়, লুঙ্গি ও থান কাপড়।
সকলকে আমন্ত্রণ জানিয়ে দোয়া চেয়েছেন মক্কা শপিং সেন্টারের মালিক মোঃ শাহ আলম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-