ভদ্র পোশাকে ব্যাগ ভর্তি ইয়াবা পাচার

চট্টগ্রাম •


চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ভদ্র পোশাকে ব্যাগ ভর্তি ইয়াবা পাচারকালীন আব্দুল ইসলাম (৪৫) নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) নতুন রেলওয়ে স্টেশন সিএনজি পার্কিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

আব্দুল ইসলাম খুলশীর সেগুন বাগান এলাকার ৮ নম্বর লেইনের আব্দুল হামিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, শার্ট ইন করে ভদ্র পোশাকে ব্যাগ ভর্তি ইয়াবা পাচারকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৪শ’ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর