নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার শহরের কলাতলী সাংস্কৃতিক কেন্দ্রের সামনে ‘সীসেন্ড রিসোর্ট’ নামক আবাসিক হোটেল থেকে পতিতা ও খদ্দেরসহ ৭ ব্যক্তি আটক করা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারী) রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
আটককৃতরা সদর মডেল থানা হেফাজতে রয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।
স্থানীয়রা জানিয়েছে, হোটেল মোটেল জোনসহ শহরের বেশ কিছু আবাসিক হোটেল-কটেজে দীর্ঘদিন অনৈতিক ব্যবসা চলে আসছে।
বিশেষ করে, লালদীঘির পাড়ে নিয়মিত প্রকাশ্যে পতিতার হাঁট বসে। লালদীঘির পাড়ের হোটেল জিয়া, নজরুল বোর্ডিংসহ এরকম কয়েকটি হোটেল রয়েছে। তাতে একটি চক্র জড়িত। তারা পতিতা সংগ্রহ ও সরবরাহ করে থাকে।
পতিতা-খদ্দের আটকের পাশাপাশি অপরাধের আখড়া আবাসিক প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে অনৈতিক ব্যবসা বন্ধ হবে না, এমনটি জানিয়েছে এলাকাবাসী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-