কোটবাজার শুরু হচ্ছে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট: চলছে টিম রেজিষ্ট্রেশন

প্রেস বিজ্ঞপ্তি •

কক্সবাজারের উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজার মসজিদ রােড এলাকার পাশ্ববর্তী মাঠে সম্পূর্ণ আন্তর্জাতিক নিয়ে আগামী ৫ই মার্চ শুরু হতে যাচ্ছে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২১ইং।

উক্ত টুর্ণামেন্টের টিম রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ২রা মার্চ। রেজিষ্ট্রেশন ফি: ২০০০ টাকা বলে জানিয়েছেন টিম আয়োজক কর্তৃপক্ষ।

উক্ত টুর্ণামেন্টের নিয়মাবলী: (যা করা যাবে, যা যাবেনা)

** খেলা হবে নক আউট পদ্ধতিতে।
• খেলা চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত।
• অতিরিক্ত ১ জন সহ মােট ৩ জন খেলােয়াড়ের তালিকা কমিটি বরাবর জমা দিতে হবে।
• খেলা শুরুর ৩০ মিনিট পূর্বে প্রত্যেক দলকে মাঠে উপস্থিত হতে হবে অন্যতায় উপস্থিত টিম কে বিজয়ী ঘােষনা করা হবে।
• প্রত্যেক দলকে নিজস্ব জার্সি পরিধান করতে হবে।
•খেলােয়াড় পরিবর্তন ফি ৫০০/-
•মাঠে কোন ধরনের বিশৃঙ্খলাকারী দলকে জরিমানা করা হবে এবং শৃঙ্খলা রক্ষার্থে কমিটি উক্ত দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করার ক্ষমতা রাখেন।
*খেলা শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৭:৩০।

**কক্সবাজারের আওতাভুক্ত প্রেমার হতে হবে এবং কক্সবাজারের বিভিন্ন ইউনিটে চাকুরীজীবিরাও অংশ গ্রহণ করতে পারবেন।

• উখিয়া-টেকনাফের বাহিরের চাকুরীজীবি প্লেয়ারদের অফিসিয়াল আইডি কার্ড এর ফটোকপি বাধ্যতা মূলক।

** উক্ত টুর্ণামেন্টে যারা পরস্পর জুটি হতে পারবেন না

উখিয়া: সাইফ, মুবিন, পাবেল, হামিম, আব্দুল্লাহ, বাপ্পি।

টেকনাফ: সাদ উদ্দিন, রাশেদুল হক কালী, আব্দুল আমিন (জামু), মাংগু।

কক্সবাজার: খােকন, মনির, ফয়সাল, ইমরান, বাবু (রাইজিং), পাঞ্জু, জয়নাল, মুহিন, লালু, রনি, ভূট্টো, সােহেল, আকিব, তিশাদ, অরডিস, হিমেল।

রামু: আমিন, ইকবাল, আহমেদ।

মহেশখালী: মােরশেদ।

এয়ারের টুর্ণামেন্টের বিশেষ আকর্ষণ:

* ট্রফি+প্রাইজ মানি
*** চ্যাম্পিয়ন-২০,০০০/-
** রানার্স-আপ-১০,০০০/-

যােগাযােগঃ
রশিদ আহমদ- ০১৮৮৮-২৫৬২৭২
আরমান হাসান জয়- ০১৮৬৮-৭৯৩৪৬৯
জয়নাল উদ্দিন জয়- ০১৮৪৪-৮৩৫৫৮৪

উক্ত টুর্ণামেন্টের পরিচালনায় থাকবেন যারা…

দিদারুল আলম,গােপাল বড়ুয়া, মোঃ আব্দুল্লাহ, সােহেল রানা মেলু, রশিদ আহমদ, আরমান হাসান জয়, ছৈয়দ হােছেন হিরু,জয়নাল উদ্দিন জয়,মেহেদী হাসান তানভীর, সুমন বড়ুয়া অভি,সাগর কিং।

আরও খবর