জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কক্সবাজার পৌর কাউন্সিলর বাবু

শাহেদ মিজান •


হঠাৎ অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন
কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ আহমদ বাবু।

তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি চিকিৎসাধীন রয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যার আগে তিনি হার্টস্ট্রোক করেন। দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আইসিওতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা অনেকটা সংকটাপন্ন।

অন্যান্য কাউন্সিলরদের সাথে নিয়ে তাৎক্ষনিক হাসপাতালে ছুটে যান এবং তাঁর প্রয়োজনীয় চিকিৎসার জন্য কাজ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

অসুস্থ কাউন্সিলর বাবুর জন্য পরিবারের পক্ষে জেলা ও পৌরবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

আরও খবর