চকরিয়া সংবাদদাতা •
চকরিয়া জাতীয় উদ্যান এলাকায় অভিযান চালিয়েছে বনবিভাগ। অভিযানে নির্মাণাধীন পাকা ঘরসহ একাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় খুটাখালী ৪নং ওয়ার্ড মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের মধ্যম গর্জনতলী নামক এলাকায় এ অভিযান চলে।
এসময় জবর দখলকারীদের হামলায় তামান্না ও জয়নাব নামের দুই স্কুল ছাত্রীসহ পাঁচ বনকর্মী আহতের খবর পাওয়া গেছে। মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা মোঃ শাহিন আলম বলেন, জাতীয় উদ্যান এলাকায় অবৈধভাবে পাকাঘর নির্মাণ চলছে খবর পেয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। বুধবার সকালে ডিএফও স্যারের নির্দেশনায় ফুলছড়ি ও ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে রেঞ্জের বিট কর্মকর্তাদের সহায়তায় অভিযান চালানো হয়েছে। এসময় জবর দখলকারীরা ইটপাটকেল ছুড়লে ৫ বনকর্মী আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, বিগত মাস দুয়েক আগে নুর নাহার নামের এক রোহিঙ্গা নারী স্থানীয় কুচক্রী মহলের প্ররোচনায় মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় অবৈধভাবে বসতি নির্মাণ করে। বিষয়টি বনবিভাগের দৃষ্টিগোচর হলে অভিযান চালানো হয়। অপরদিকে বন বিভাগকে অবগত করার সন্দেহে পার্শ্ববর্তী মৃত ছৈয়দ আলমের বাড়িতে হামলা চালায় জড়িতরা। এতে তাদের কন্যা খুটাখালী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী তামান্না, বালিকা মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী জয়নাব ও তাদের মা নুর জাহান গুরুতর আহত হয়েছে।
অবৈধ বসতি নির্মাণকারী নুর জাহান ওই এলাকার ভোটার নয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় ৪নং ওয়ার্ডের মেম্বার অলি আহমদ।
ফুলছড়ী ও ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, বিভাগীয় বন কর্মকর্তা সার্বিক নির্দেশনায় মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় অভিযান চালানো হয়েছে। এসময় জবর দখলকারীদের ইটপাটকেলে বনকর্মীরা আহত হয়েছে। একপর্যায়ে ফাঁকাগুলি ছুঁড়ে তাদের ভীতি সঞ্চার করতে হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-