চট্টগ্রাম • রাঙামাটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে সমর বিজয় চাকমা (৪০) নামের এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৫মিনিটে এই ঘটনা ঘটে।
নিহত সমর বিজয় চাকমা বাঘাইছড়ি উপজেলার রূপকার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।
বাঘাইছড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমার তিন কক্ষ পরে প্রকল্প কর্মকর্তার রুম। তিনি সেখানে বসে মিটিং করছিলেন। হঠাৎ ওই রুমে তিনজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে দ্রুত নেমে মোটরসাইকেল নিয়ে চলে যায়।’
•
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-