উখিয়া উপজেলা পরিষদের উদ্যোগে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

উখিয়া উপজেলা পরিষদের উদ্যোগে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

রবিবার দিবসের প্রথম প্রহর ১২টা ১মিনিটে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি রক্তিম সালাম ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এরপরে বিভিন্ন প্রতিষ্ঠান, উখিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক অঙ্গ সংগঠন ও বিভিন্ন শ্রেণীর পেশজীবিরা প্রথম প্রহরে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর সকল শ্রেণীর মানুষ পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আন্তঃ বিদ্যালয় মেধা বিকাশ প্রতিযোগীতা অনুষ্টিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান ইমরান ও উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ সঞ্জুর মোর্শেদ।

বক্তব্য রাখেন উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাবুদ্দিন, পিআইও আল মামুন, কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত ধর ও মুক্তিযুদ্ধা জাফর আহমদ চৌধুরী।

আরও খবর