মহান ‘৫২’র ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি উখিয়া প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক •

২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে উখিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘উখিয়া প্রেস ক্লাব।

২১ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে প্রেস ক্লাব সভাপতি এসএম আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুলের নেতৃত্বে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ।

এসময় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি রক্তিম সালাম ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এছাড়াও উপস্থিত ছিলেন, উখিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু,অর্থ বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ফারুক আহমদ, নুর মুহাম্মদ সিকদার,সদস্য জসিম উদ্দিন চৌধুরী, আবদুল্লাহ আল আজিজ, শফিউল শাহীন, ইব্রাহীম মোস্তাফা প্রমুখ।

 

আরও খবর