চকরিয়ায় র‍্যাবের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে আড়াই লাখ টাকা জরিমানা

রাজু দাশ, চকরিয়া •


কক্সবাজারে চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ নিন্ম মানের
ওষুধ অনুমোদনহীন ডায়গনষ্টিক সেন্টার পরিচালনার করায় র‌্যাব-১৫’র ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কের পাশে অনুমোদনহীন বেশ কিছু ডায়গনষ্টিক সেন্টারে র‌্যাব-১৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে চারটি ডায়গনিষ্ট সেন্টারে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-১৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান প্রতিবেদকে বলেন,উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আশপাশে গড়ে উঠা বেশীর ভাগ ডায়গনষ্টিক সেন্টার গুলোর সেবা খুব নিন্ম মানের। অপরিস্কার পরিবেশ, ল্যাবে যথাযথ মেডিসিন নেই, নিন্মমানের মেডিসিন দিয়ে রোগিদের সেবার নামে প্রতারণা করে আসছে। গোপন সংবাদ ভিত্তিতে এ অভিযানে ৪টি ডায়গনষ্টিক সেন্টার থেকে আড়াই লাখ জরিমানা আদায় করা হয়েছে। এবং দ্রুত সেবা প্রতিষ্টানের অনুমোদন, উন্নত মেডিসিন সরবরাহ, পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং রোগিদের ভাল মানের সেবা নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান, আমরা চাই প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চলুক। জেল জরিমানার আওতায় না আসুক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আরও খবর