টেকনাফে ইয়াবা কারবারীদের গুলিতে মাছ ব্যবসায়ী গুলিবিদ্ধ!

নিজস্ব প্রতিবেদক •

টেকনাফে শীর্ষ ইয়াবা কারবারীদের গুলিতে ফারুক নামে এক মাছ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। ২০ ফেব্রুয়ারী (শনিবার) বিকাল ৫টার দিকে টেকনাফ সদর ইউনিয়ন মৌলবী পাড়া এলাকায় এ ঘটনাটি সংঘটিত হয়।

গুলিবিদ্ধ মো.ফারুক (৩৫) টেকনাফ উপজেলা সাবরাং ইউপি সিকদার পাড়া এলাকার হাসান আহমদ’র পুত্র।
তার অবস্থা আশংখা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

স্থানীয় ও পরিববার সুত্রে আরো জানাযায়, শনিববার বিকালে বাড়ি থেকে টেকনাফে আসার পথে উৎপেতে থাকা ইয়াবা কারবারে জড়িত মাদক কানবারী গ্রুপের কয়েকজন সদস্য টমটম থেকে নামিয়ে হঠাৎ করে এলোপাতাড়ী গুলি বর্ষন ও ছুরিকাঘাত করে।

তারা আরো জানায় সাবরাং ইউপির শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মৌলভী গফুর ও মো.রাসেলসহ বেশ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী পুর্ব-শত্রুতার জের ধরে ফারুককে হত্যার উদ্দেশে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ফারুক মাটিতে লুটে পড়ে পরে যায়। সুর-চিৎকার করতে থাকে। এরপর আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র জানান, রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে তার শরীর ও বুকে গুরুতর আঘাতের চিহৃ রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।’

আহত মো.ফারুক’র পিতা হাসান আহমদ জানান, আমার পুত্র মাছ ব্যবসায়ীর কাজে টেকনাফে যাওয়ার সময় নাজির পাড়া এলাকায় পৌছলে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মৌলভী গফুর ও মো. রাসেলসহ অস্ত্রধারী আরো কয়েকজন তাকে ব্যরিকেড দিয়ে মেরে ফেলার জন্য গুলি চালায়। এ ঘটনায় অস্ত্রধারীদের স্থানীয় জনপ্রতিনিধিও সহযোগিতা করেছে। তারা কোন কথা না বলে ছেলেকে হত্যার জন্য গুলি করেছিল। হামলাকারীরা ইয়াবা ব্যবসা করে নামে-বেনামে কোটি টাকার মালিক বনে গেছেন। ইয়াবার টাকায় কিনেছেন অবৈধ অস্ত্রও। তাদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর হোসেন জানান,জমি-জমা বিরোধের জের প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার পাঠানো হয়েছে।

টেকনাফে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ‘জমির বিরোধের জের ধরে ইয়াবা ব্যবসায়ীর গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় অস্ত্রধারীদের গ্রেফতারের অভিযান পরিচালনা করা হবে।

আরও খবর