সাংবাদিক ইকবাল বাহার চৌধুরীর মায়ের মৃত্যুতে কক্সবাজার জার্নাল পরিবারের শোক

প্রেস বিজ্ঞপ্তি •

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলা গ্রামের বাসিন্দ্রা মৃত মোঃ ছবির আহমদের স্ত্রী আয়েশা বেগম (৭০) আর নেই।

আজ ২০ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর সাড়ে ১১ টার সময় বার্ধক্য জনিত রোগে নিজ বাস ভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না…. রাজেইন)।

মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ বিকাল ৫ টার সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁহার নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানিয়েছেন।

উল্লেখ্য, মরহুম আয়েশা বেগম কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি, দৈনিক মেহেদীর ভারপ্রাপ্ত সম্পাদক, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক স.ম ইকবাল বাহার চৌধুরীর মাতা।

• কক্সবাজার জার্নাল পরিবারের শোক •

কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি, দৈনিক মেহেদীর ভারপ্রাপ্ত সম্পাদক, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক স.ম ইকবাল বাহারের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জার্নাল ডটকম পরিবার।

এক শোক বার্তায় কক্সবাজার জার্নাল ডটকমের  উপদেষ্টা সম্পাদক রাসেল চৌধুরী, সম্পাদক আবদুল্লাহ আল আজিজ, নির্বাহী সম্পাদক গিয়াস উদ্দিন ভূলু ও সকল সদস্যবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করেছেন।

আরও খবর