চকরিয়ায় সরস্বতী প্রতিমা বির্সজনের হাজারো মানুষের ঢল

রাজু দাশ, চকরিয়া •


হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া বাটাখালী সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে সরস্বতী প্রতিমা বির্সজন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় হাজারো মানুষের ঢল।

বুধবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টা পৌরসভা ৩নং ওয়ার্ড বাটাখালী মাতামুহুরি নদীর স্নানঘাটে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিসর্জন অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, চকরিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, প্রধান অতিথি ছিলেন, পৌরসভা মেয়র আলমগীর চৌধুরী, প্রধান ধর্মীয় আলোচক হিসাবে উপস্থিত, উপজেলা প্রাণী কর্মকর্তা সুপন নন্দী বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ৩নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী সওকত হোসাইন, কক্সবাজার জেলা সনাতনী সেবক সংঘের সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র দাশ, পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিল পদপ্রার্থী স্বপ্না রাণী দাস সহ প্রমূখ।

চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী স্বর্গলোক কৈলাস ছেড়ে কন্যারূপে পৃথিবীতে আসেন দেবী সরস্বতী। পর আবার ফিরে যান দেবালয়ে। আর সে অনুসারে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসব বিশেষ করে শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। প্রতি বছরেই শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে স্বরস্বতী পূজা পালন করে।

কিন্তু এই বছর মহামারি করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই উপজেলা মঠ মন্দিরে পূজা আয়োজন করা হয়েছে। বিসর্জন অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত অন্যান্য প্রতিমা বাহিত ট্রাক ও ভক্তরা। প্রতিমা বিসর্জনের সময়ে কোনো শোভাযাত্রা ছিল না। পুলিশের কর্মকর্তাদের উপস্থিতি সকল সুরক্ষার জন্য সম্পূর্ণ সহায়তা করছে।#

আরও খবর