মেরিন ড্রাইভ সড়কে এবার চলবে যাত্রীবাহি গাড়ি ‘সাম্পান’

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে যাত্রী সেবায় এবার নতুন করে যোগ হলো ‘সাম্পান’ ট্যুরিষ্ট সার্ভিস লিমিডেট’ চালু হয়েছে।

দীর্ঘতম সমুদ্র সৈকত উপকুলে গড়ে উঠা নান্দনিক মেরিন ড্রাইভ সড়কে বিরতিহীন ভাবে ‘সাম্পান’ পরিবহনটি প্রতিনিয়ত যাত্রী সেবায় নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন উক্ত গাড়ীর দায়িত্ববান কর্তারা।

১৭ ফেব্রুয়ারী (বুধবার) বিকাল ৪টার দিকে সাম্পান গাড়ীটি নব-যাত্রার ‘শুভ সুচনা’ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগ’র সভাপতি ও চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথি যুবলীগ’র যুগ্ন-সম্পাদক ফজলুল কবির, ‘সাম্পান’ পরিবহন লাইনের চেয়ারম্যান নাজিম উদ্দিন, টেকনাফ কাউন্টারের দায়িত্ব পালনকারী যুবলীগ নেতা রেজাউল করিম (ধইল্লাহ) সাংবাদিক নুরুল হক এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথি ফিতা কেটে সাম্পান পরিবহন গাড়ীটি ও কার্যালয়টি উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন যাত্রীরা কোন প্রকার যেন হয়রানির শিকার না হয় এবং দক্ষ ড্রাইভার দিয়ে গাড়িগুলো পরিচালনা করার আহবান জানান।

‘সাম্পান’ পরিবহন এন্ড ট্যুরিস্ট সার্ভিস’ এর চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, টেকনাফ টু কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে সাম্পান পরিবহন সার্ভিস আল্লাহর পক্ষ থেকে যাত্রীদের জন্য এক বিশাল নেয়ামত হিসাবে ভুমিকা পালন করবে। দীর্ঘদিন ধরে এই সড়কের নিয়মিত যাত্রী সাধারণ ভোগান্তি সহ্য করে আসছে। নিয়মিত গাড়ি পাওয়া যেতো না। এখন থেকে যথাসময়ে গাড়ি পাওয়া যাবে। যাত্রী নিয়ে যথাসময়ে গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দিবে। পর্যটকদের জন্যও এই পরিবহণ সেবাটি নতুনমাত্রা হিসাবে আমরা যোগ করছি। স্বল্প ব্যায়ে যে কেউ এখন কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে নিজ গন্তব্য স্থলে পৌছতে পারবেন।

যাত্রীদের সেবায় অতুলনীয় একটি পরিবহন সেবা আমরা চালু করেছি। কক্সবাজার থেকে টেকনাফ মাত্র ১৭০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

গাড়ীর প্রথম যাত্রী এবং সাম্পান গাড়ীর সহযোগীতাকারী আরমান জামিল,অভিমত প্রকাশ করে বলেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত উপকুলে গড়ে উঠা টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক।

প্রাকৃতিক দৃর্শ্যেঘেরা নান্দনিক সেই সড়কটিতে সাম্পান পরিবহনটি দেশী-বিদেশী পর্যটকদের সেবা দিতে নতুন করে যোগ হওয়ায় আমরা আনন্দিত।

আরও খবর