টেকনাফে ইয়াবা ও নগদ টাকাসহ গৃহবধু আটক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের টেকনাফে ৩ হাজার ইয়াবা ও একলাখ টাকাসহ রাশেদা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

রাশেদা বেগম টেকনাফ আলীর ডেইল ২ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদিনের স্ত্রী।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় শাপলা চত্ত্বর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, ‘৩ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। এসময় তার কাছে পাওয়া যায় নগদ একলাখ টাকা। আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর