কক্সবাজারে ভেজাল ওষুধ মজুত ও বিক্রি: ১৪ ফার্মেসী গুনল ৮ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •


মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির দায়ে কক্সবাজার শহরের ১৪টি ফার্মেসীতে অভিযান চালিয়েছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব-১৫।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) র‍্যাবের নির্বাহী ম্যাজিষ্টেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এসময় কক্সবাজারের আশরাফ মেডিকোকে ৩০ হাজার, নীলুফা মেডিকোকে ২৫ হাজার, নাফ মেডিকোকে ৭০ হাজার, কক্সবাজার সার্জিক্যালকে ৩০ হাজার, রামু প্লাস মেডিকোকে ৫০ হাজার, মেসার্স প্রেসক্রিপশনকে ২ লাখ, মেসার্স আর আর ফার্মেসীকে ৫০ হাজার, মেসার্স ব্রাদার্স ফার্মেসীকে ৫০ হাজার,পপুলার ফার্মেসীকে ৩০ হাজার, শাহাব ফার্মেসীকে ৫০ হাজার,মায়ের স্বপ্ন মেডিকেল হলকে ৩৫ হাজার, বৈশাখী ফার্মেসীকে ২০ হাজার,সাফা মারওয়া মেডিকেল হলকে ৪০ হাজার এবং বিএন ফার্মেসীকে ২ লাখ টাকা সহ সর্বমোট ৮ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১০ লাখ টাকার ভেজাল ওষুধ উদ্ধার করে পরবর্তীতে ধ্বংস করা হয়েছে।

র‍্যাবের নির্বাহী ম্যাজিষ্টেট মো. আনিসুর রহমান বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির অপরাধে শহরের ১৪টি ফার্মেসিকে সাড়ে ৮ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১০ লাখ টাকা মূল্যের ভেজাল উদ্ধার করে পরবর্তীতে তা ধ্বংস করা হয়। জনস্বার্থে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে ওষুধ কর্মকর্তা রুমেল মল্লিক বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে দীর্ঘ মেয়াদী সমস্যায় ভুগতো রোগীরা। সম্প্রতি এসব ভেজাল ওষুধ বিক্রির একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে শহরে। তাই এসব দমনে র‍্যাবের অভিযান।

এদিকে র‍্যাবের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

আরও খবর