রামুতে পাহাড়ি ঢালায় মিললো অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়াপালং এলাকার পাহাড়ি ঢালায় পড়ে আছে অজ্ঞাতনামা এক যুবকের লাশ। পাহাড়ি ঢালায় পড়ে থাকা অজ্ঞাতনামা লাশের খবর লাশ উদ্ধারে ছুটে গেছেন রামু থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রামুর পশ্চিম গোয়ালিয়ার পাহাড়ি ঢালায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে মরদেহটি দেখে স্থানীয়রা রামু থানা-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রামু থানার অফিসার ইনচার্জ মো. আজমিরুজ্জামান নেতৃত্বে পুলিশের একটি দল দুপুর আড়াইটায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারে যান। তবে লাশের নাম পরিচয় পাওয়া যায়নি।

রামু থানার অফিসার ইনচার্জ মো. আজমিরুজ্জামান অজ্ঞাত ব্যক্তির লাশের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

আরও খবর