গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফে র্যাব সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নুর সেতারা নামে এক নারী মাদক কারবারীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ইয়াবাবর্তী একটি বস্তা উদ্ধার করতে সক্ষম হয়েছে র্যাব।
ধৃত নারী কারবারী হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়ন দরগাঁহছড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন’র স্ত্রী নুর সেতারা (২১)।
১৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে র্যাবের পাঠানো বার্তা সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারী (সোমবার) রাতে গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে টেকনাফ সদর ইউনিয়ন মিঠাপানির ছড়া আলী আহাম্মদ বাড়ী সংলগ্ন মাদক কারবারী শাহদাত’র বসত বাড়ীতে ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী টেকনাফ সদস্যদের একটি চৌকস দল ঐ বাড়ীতে অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই জন পালিয়ে যাওয়ার সময় ইয়াবাবর্তী একটি বস্তাসহ নারী মাদক ব্যবসায়ী সেতারাকে আটক করতে সক্ষম হয়।
এরপর উদ্ধারকৃত বস্তাটি তল্লাশী করে ৮৯ হাজার ৫০০পিচ ইয়াবা পাওয়া যায়।
এই অভিযানের সত্যতা নিশ্চিত কক্সবাজার র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরও জানান, আটক নারী মাদক কারবারী স্বীকার করে তার স্বামী শাহাদাত দীর্ঘ দিন ধরে মরণ নেশা ইয়াবা কারবার পরিচালনা করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার চালানসহ স্বামী-স্ত্রী দুই জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-