জাহেদ হাসান •
কক্সবাজার সদর উপজেলা ও রামু উপজেলায় দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফ উপজেলার দুজন পুরুষ এক মহিলা ও এক রোহিঙ্গা সহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের সার্বিক নির্দেশনায় ও পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ রামু থানাধীন তেচ্ছিপুল লাকায় অভিযান চালিয়ে টেকনাফ সদরের ৭ নং ওয়ার্ডের কচুবুনিয়াপাড়ার আব্দুল খলিলের ছেলে মো: ফরিদ আলম,( ২৬) ও ৩ নং ওয়ার্ডের বড় হাবিবপাড়ার ছৈয়দ আহাম্মদ এর স্ত্রী পারভিন আক্তার (৩৮)কে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করে।
একই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোঃ তায়রীফুল ইসলামের নেতৃত্বে বিকাল আনুমানিক ৩টার দিকে কক্সবাজার পর্যটন জোনের কলাতলী বীচ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের 8W, ব্লক নং-FW64,মাঝি মোহাম্মদ আলী, হেড মাঝি মোহাম্মদ ছৈয়দের ব্লকের মৃত নুর ইসলামের ছেলে মোঃ শাহজাহান (৩০) কে আটক করে।
এছাড়াও একইদিন সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে কলাতলী বীচ রোড়স্থ সায়মন হোটেলের সামনে থেকে টেকনাফ উপজেলার হ্নীলার ৭ নং ওয়ার্ডের রঙ্গীখালীর রহিম বকশুর ছেলে আবদুল খালেক (৩৪) কে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া, উপ-পরিদর্শক মোঃ তায়রিফুল ইসলাম ও উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে পৃথক পৃথক মামলা রুজু করেছে বলে নিশ্চিত করেছেন সহকারী পরিচালক সোমেন মন্ডল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-