আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ায় জাল নোটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটক ওই রোহিঙ্গা যুবকের নাম নুর কবির (১৮)।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানীয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নুর কবির কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পের ই ব্লকের মৃত জহির আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোহিঙ্গা কবির সন্ধ্যায় নিদানীয়া বাজারে এসে দোকানীকে বিল লেনদেন করতে গিয়ে নোটটা দেখে নকল বলে সন্দেহ হলে দোকানী তাকে চ্যালেঞ্জ করে। এ সময় পালানোর চেষ্টা করে কবির। তখন উপস্থিত জনগণ তাকে আটক করে ইনানী পুলিশ ফাঁড়িতে খবর দিলে ইনানী পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা হাফেজ নুরুল হক জানান, রোহিঙ্গা নুর কবিরকে জাল নোটসহ পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। এই ধরনের বেশ কয়েকটি চক্র রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় রয়েছে।
ইনানী পুলিশ ফাঁড়ির আইসি সাব-ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, জাল নোটসহ আটক রোহিঙ্গা যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। এর সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-