উখিয়ায় লাখো জনস্রোতে মুখরিত উত্তর পুকুরিয়া সীরত ময়দান

এম এ রাহাত, উখিয়া •

কক্সবাজারের উখিয়ার ঐতিহ্যবাহী সংগঠন ‘উত্তর পুকুরিয়া ইসলামী যুব কল্যাণ সংসদের উদ্যোগে ৩১ তম সীরতুন্নবী (সঃ) মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

১১ ও ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত মাহফিলে আসা লাখো মানুষের পদচারণায় মুখরিত হয় উত্তর পুকুরিয়া সীরত ময়দান। মাহফিলে বক্তাদের বয়ান শুনতে জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে এসেছেন।

রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহিব উল্লাহর সভাপতিত্বে প্রথম দিনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছির জামালি তালীমুল কোরআনের প্রতিষ্ঠাতা মাওলানা শাইখ জামাল উদ্দিন।

২য় দিনে রাজাপালং এম.ইউ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ এ.কে.এম আবুল হাসান আলী সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছির মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছির মাওলানা মুফতি আমির হামজা।

এছাড়া দুই দিনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হক, মাওলানা মাওলানা হোছাইন আহমদ মাহফুজ, আবুল ফজল, মাওলানা শামশুল ইসলাম, মাওলানা বশির উদ্দিন সহ বক্তারা।

উক্ত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, রাজাপালং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, রাজাপালং ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন প্রমুখ।

আয়োজক কমিটি জানায়, প্রতিবছরের ন্যায় এই বছরেও আমরা ২ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিল আয়োজন করে সফলভাবে সম্পন্ন করেছি।

উক্ত মাহফিলে আগত শ্রোতাদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য নিয়োজিত ছিলেন, সংগঠনের একদল তরুণ। সবার সহযোগিতায় আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের মাহফিল সফলভাবে সম্পন্ন করতে পেরে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি।

মাহফিল পরিচালনায় ছিলেন, উত্তর পুকুরিয়া ইসলামী যুব কল্যাণ সংসদের সভাপতি ও টাইপালং হামেদিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল করিম।

আরও খবর