প্রেস বিজ্ঞপ্তি •
কক্সবাজার সদর উপজেলা চৌফলদন্ডী ইউনিয়নের ক্রীড়াঙ্গনকে জাগ্রত করতে কিশোর-যুবকদের নিয়ে ফুটবলের ব্যাকরণিক প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে জাতীয় মানের এক দল খেলোয়াড় গড়ে তুলতে গঠিত হলো স্বপ্নতরী ফুটবল একাডেমি।
সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে ৯০ দশকের চৌফলদন্ডী ফুটবলের হারানো অতীত ফিরিয়ে আনতে প্রান্তিক পর্যায়ের উদীয়মান খেলোয়াড়দের নিয়ে কাজ করবে একাডেমিটি। বর্তমান জাতীয় ফুটবল দলের এক খেলোয়াড় চৌমিন রাখাইনের এলাকা চৌফলদন্ডীতে।
সেই চৌমিন রাখাইনের মত যোগ্য উত্তরসূরি তৈরি করতে শুরু হলো স্বপ্নতরী ফুটবল একাডেমির কার্যক্রম ইতোমধ্যে একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্যে গঠন করা হয়েছে ২৮ সদস্যের একটি কার্যকরি কমিটি।
নবগঠিত কমিটির সভাপতি রুহুল আমিন রুবেল ও সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মদ সামি।
কমিটির অবশিষ্ট ২৮ সদস্য হলেন ১/সহ সভাপতি নুরুল আজিম, সহ সভাপতি মনু মিয়া, সহ সভাপতি সাদ্দাম হোসাইন রুপাই,সহ সভাপতি আনোয়ার হোসেন আসিফ,সহ সভাপতি আবু তাহের মোর্শেদ,সহ সভাপতি আলাউদ্দিন আলো,সিনিয়র যুগ্ম সম্পাদক এহেসান উল্লাহ নিষাদ, যুগ্ম সম্পাদক হুমায়ুন মনছুর মেজু, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ, যুগ্ম সম্পাদক মজুন তাহের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, উপ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, উপ-সাংগঠনিক সম্পাদক মামুনর রশিদ, দপ্তর সম্পাদক রিদুয়ানুল হক, উপ-দপ্তর সম্পাদক সাইফুল মনছুর বচক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশাররফ হোসেন খোকা, উপ-প্রচার প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম গেইল, অর্থ-বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, উপ-অর্থ-বিষয়ক সম্পাদক মোবারক ইসলাম বারেক, আইন বিষয়ক সম্পাদক নুরুল আমিন আতিক, উপ-আইন বিষয়ক সম্পাদক হৃদয় কান্তি দে, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ফারুক, উপ-সাংস্কৃতিক সম্পাদক অংক্যমো রাখাইন, সদস্য সবুজ শর্মা, সদস্য জসিম উদ্দিন, সদস্য শাহীনুল ইসলাম শাকিল, এবং ১৫ জন সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন, নুরুল ইসলাম সাবেক মেম্বার, চৌম্রিং রাখাইন, রাশেল মেম্বার, জাহেদুল ইসলাম, কামাল উদ্দিন কামাল,ইমরানুর ইসলাম,মিজানুর রহমান জিকু, মোহাম্মদ শফিকুর রহমান,শফিউল আলম শবু,গিয়াস উদ্দিন,জমাংনাইং রাখাইন, জিয়াবুল হক পিয়ারু, জসিম উদ্দিন ওমর,অংলাইন জ্য রাখাইন,লুতফুল রহমান লুতু।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-