জাহেদ হাসান :
কক্সবাজার পৌরসভার ঝাউতলায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।
১১ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের নির্দেশনায় ও পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম ঝাউতলায় অভিযান পরিচালনা করে সাগরিকা গেস্ট হাউজের সামনে থেকে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক আসামী শহিদুল ইসলাম (২৭), পিতা- মৃত আব্দুল হক, সাং- আম্বার বনিয়া, ৫ নং ওয়ার্ড, সাবরাং, টেকনাফ।
আটককৃত আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে এবং মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছেন সহকারী পরিচালক সোমেন মন্ডল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-