আলমগীর মাহমুদ •
পরিবারে বাবার মৃত্যুতে অন্য পড়ুয়াদের মতো স্কুলে যাওয়া হয়নি যার! সংসার টানতে গিয়ে যে প্রতিভা স্বপ্নমানব বনতে পারেনি।
উখিয়ার রাজপথে জীবন বাঁচাতে, জীবন সাঁজাতে, পরিবারের ক্ষুধা মেটাতে– কম্পিউটারের বাটনই বনেছিল আপনজন!
রাজপথ থেকে খসকে খসকে উখিয়া উপজেলা পরিষদের কম্পিউটার ম্যানের চেয়ারটা পেয়েছিল ঠিক!— সবে শুরু জীবন!
এমনি সময় নিরহ, ভদ্র, জীবনের সুখ না দেখা জীবনযোদ্ধা, পরিবারের একমাত্র উপার্জনের মানুষটিরই আজ জীবন কেঁড়ে নিল বেপরোয়া ডাম্পার!
এই ডাম্পার উখিয়া স্টেশনেই কেঁড়ে নিল কত জীবন! একরাম মার্কেটের জমিদার একরাম ভাগ্যক্রমেই বেঁচে গেছে। সব কথা সবাইর জানা।
প্রশাসন প্রশাসন চালাচ্ছে, রাজনীতিবিদেরা রাজনীতি করছে, সুশীল সমাজ তার কাজ সারছে, সাংবাদিকেরা লিখছে, শিক্ষকেরা তার কাজ করছে,ব্যবসায়ীরা ব্যবসা চালাচ্ছে, বি,এ / এম,এ / ডাক্তার / ইঞ্জিনিয়ার, যে যার যার কর্মে,
সবাই মিলে কি আমরা একটা ডাম্পারকে শৃংখলিত করতে পারলাম! এ দায় কি কারো একার!
পড়ালেখা, অর্থকড়ি, ক্ষমতা, রাজনীতি, কোনটিই যদি একটা ডাম্পার শৃঙ্খলা উপহার দিতে অক্ষম বনে। কি দরকার আমাদের? পড়ালেখার! ক্ষমতার! রাজনীতির! প্রশাসনের!
সমাজে দায়বদ্ধতাহীন এমন পরাজিত মানুষের কাছ থেকে সব কেঁড়ে নেয়া হউক, তারমধ্যে আমার সার্টিফিকেটটি থাকুক সর্বপ্রথম!
লেখক:
বিভাগীয় প্রধান (সমাজবিজ্ঞান বিভাগ)।
উখিয়া কলেজ কক্সবাজার।
ই-মেইল: alamgir83cox@gmail. com
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-